• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেইজিংয়ের হুঁশিয়ারি

তাইওয়ান প্রশ্নে কখনো চীন আমেরিকার সাথে আপোস করবে না

প্রকাশিত: ১১:৪২, ১১ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
তাইওয়ান প্রশ্নে কখনো চীন আমেরিকার সাথে আপোস করবে না

চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান প্রশ্নে বেইজিং আগের মতোই দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে আমেরিকার সঙ্গে কোন আপোস করা হবে না।

ওয়াশিংটনে দুদিনের বৈঠক শেষে চীনা প্রতিনিধি দল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। প্রতিনিধি দলটি বলেছে, তাইওয়ান ইস্যুতে বেইজিং কোনো রকমের ছাড় দেবে না কিংবা আপোস করবে না বরং এক চীন নীতির প্রতি আমেরিকাকে সম্মান দেখাতে হবে। এর পাশাপাশি তাইওয়ানকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রশিক্ষণ এবং স্বাধীনতার উসকানি দেয়া বন্ধ করতে হবে।

তাইওয়ানে শিগগিরি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগ মুহূর্তে মার্কিন কর্মকর্তাদের সাথে চীনা প্রতিনিধি দলের বৈঠক হলো। তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে দাবি করে তবে, তাইওয়ানের জনগণের একটা বড় অংশ নিজেদেরকে চীনের মূল ভূখণ্ড থেকে স্বাধীন মনে করে। আমেরিকা তাদেরকে চীন থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জনের ব্যাপারে উসকানি দিয়ে আসছে।

দুই দিনের বৈঠক শেষে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেইজিং ওয়াশিংটনের সঙ্গে সুস্থ ও স্থিতিশীল সামরিক সম্পর্ক গড়তে আগ্রহী তবে এই সম্পর্কের ভিত্তি হতে হবে সমতা ও সমমর্যাদা।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2