‘হামাসের পাশে আছে তুরস্ক’

ছবি: ফাইল ফটো
প্রকাশ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শনিবার (৯ মার্চ) তিনি ইস্তাম্বুলে এক ভাষণে এই সমর্থনের কথা প্রকাশ করেন। ভাষণে এরদোগান বলেন, কেউ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে আমাদের সমর্থন নিতে পারবে না।
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হয়। তখন থেকেই ইসরাইলের কড়া সমালোচনা করে আসছেন এরদোগান।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি আলোচনায় আপোস করবে না হামাস
উল্লেখ্য, গাজায় নারী-শিশু হত্যাকাণ্ডে ইসরায়েলকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এরদোগান। পাশাপাশি তারা গাজায় গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সূত্র: আল আরাবিয়া
বিভি/এমআর
মন্তব্য করুন: