৪৫ মিনিটের রাস্তা মাত্র ১০ মিনিটে
২০২৬ সালের মধ্যেই দুবাইতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি
পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য দুবাইতে ২০২৬ সালের মধ্যে উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করা হবে। সেবাটি বাস্তবায়নে দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এবং ইভিটিওএল কোম্পানী জবি এভিয়েশনের মধ্যে ফ্রেব্রুয়ারিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এটি বাস্তবায়িত হলে দুবাই হবে প্রথম শহর যেখানে শহরব্যাপী বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি সেবা রয়েছে। ছয় প্রোপেলারে সজ্জিত ট্যাক্সিটি একজন পাইলট চারজন যাত্রীসহ প্রতি ঘন্টায় ৩২০ কিলোমিটার বেগে ১৬০ কিলোমিটার রেঞ্জে ছুটতে সক্ষম।
ট্রাভেল টাইম কমাতে ট্যাক্সিটি প্রাথমিকভাবে দুবাই আর্ন্তজাতিক বিমান বন্দর, পাম জুমেইরাহ, দুবাই ডাউনটাউন এবং দুবাই মেরিনার মধ্য চলাচল করবে।
ধারনা করা হচ্ছে, দুবাই আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে পাম জুমেরাহতে যেতে সময় লাগে ৪৫ মিনিট যা উড়ন্ত ট্যাক্সিতে লাগবে মাত্র ১০ মিনিট।
বিভি/ এসআই
মন্তব্য করুন: