• NEWS PORTAL

  • সোমবার, ২৪ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজায় হামাসের অতর্কিত হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত: ১১:৫৫, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
গাজায় হামাসের অতর্কিত হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত

গাজার রাফায় দখলদারদের প্রতিরোধে রকেট হামলায় নিহত হয়েছে অন্তত আট ইসরাইলি সেনা। এতে গাজায় বেসামরিক অবস্থান লক্ষ্য করে বাড়ে হামলার তীব্রতা। এমন অবস্থায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইলের রাজধানী তেল আবিব।

গাজার রাফায় সেনা সদস্যদের হতাহতের তথ্য স্বীকার করেছে ইসরাইলের সেনা সদর। গত জানুয়ারির পর এই প্রথম এতো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মুখে পড়লো দখলদার বাহিনী। ফিলিস্তিনিদের অবস্থানে ব্যাপক গোলাবর্ষণের পর ফেরার পথে তেল আল-সুলতান এলাকায় ইসরাইলের সাঁজোয়া যান পাল্টা হামলার মুখে পড়ে।

রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী-হামাস। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলটিতে তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। শুধু শনিবারই অঞ্চলটিতে অন্তত ৫০ জনকে হত্যার দাবি করেছে ইসরাইল। 

সেনা নিহতের পর গাজা সিটি, নুসেইরাত শরণার্থী শিবির ও রাফার ভেতরে কামান ও ট্যাংক থেকে গোলাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী। 

এদিকে, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও হামাসের হাতে জিম্মি অবশিষ্টদের ফিরিয়ে আনার দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরাইলের তেল-আবিবে। এসময় প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। যুদ্ধবিরতি কার্যকরের জন্য হামাসকে রাজি করাতে মিশর ও জর্ডান চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সমুদ্র উত্তাল থাকায় গাজা উপকূলে স্থাপন করা অস্থায়ী জেটি সরিয়ে নেওয়ার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2