• NEWS PORTAL

  • বুধবার, ০৩ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পার্স টুডের প্রতিবেদন

নিজ বাড়িঘর ধ্বংসে যেভাবে ফিলিস্তিনিদের বাধ্য করছে ইসরাইল

প্রকাশিত: ১০:৩৭, ১ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
নিজ বাড়িঘর ধ্বংসে যেভাবে ফিলিস্তিনিদের বাধ্য করছে ইসরাইল

অধিকৃত আল-কুদস্ অঞ্চলে নিজ বাড়িঘর ধ্বংস করতে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাধ্য করছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ।সন্ত্রাসী ইসরাইলি কর্মকর্তারা এক ঘোষণা দিয়ে নিজ বাড়িঘর ধ্বংস করতে ফিলিস্তিনিদের নির্দেশ দিচ্ছে। ফিলিস্তিনিরা এ কাজ না করলে ইসরাইলিরা এসব ঘরবাড়ি ধ্বংস করবে এবং ফিলিস্তিনিদের এ জন্য মোটা অংকের অর্থ জরিমানা করা হবে। 

পার্সটুডে জানিয়েছে, মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের আশপাশের পুরনো জনবসতি সংশ্লিষ্ট এলাকায় ২০০ ফিলিস্তিনি পরিবারকে এই বলদর্পি নোটিশ দিয়েছে সন্ত্রাসী ইহুদিবাদী কর্তৃপক্ষ।

ইহুদিবাদী পেটোয়া বাহিনী আল-কুদস্ অঞ্চলে ফিলিস্তিনিদের বাড়িঘর উন্নয়নের কাজের অনুমতি দিচ্ছে না এবং তারা ফিলিস্তিনিদের এ সংক্রান্ত প্রায় সব আবেদন প্রত্যাখ্যান করেছে। ইহুদিবাদী দখলদাররা এ অঞ্চলে ফিলিস্তিনিদের হাজার হাজার বাড়িঘর ধ্বংসের হুমকি দিয়েছে লাইসেন্স বা অনুমতিপত্র না থাকার অজুহাত দেখিয়ে।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ১৯৬৭ সাল থেকে পূর্ব আল-কুদস্‌ অঞ্চলে ৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করেছ দখলদার ইসরাইল। ফিলিস্তিনিরা ইহুদিবাদীদের এইসব তৎপরতাকে 'ত্রাস সঞ্চারের নীতি ও আল-কুদসের ইহুদিকরণ' বলে উল্লেখ করছেন। আল-কুদস্ পৌরসভা ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের খরচ বাবদ অর্থ গ্রহণ করছে  ধ্বংস-করা ওইসব বাড়িঘরের হতভাগ্য মালিকদের তথা ফিলিস্তিনিদের কাছ থেকেই।

উল্লেখ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালর ৬ ডিসেম্বর পবিত্র আল-কুদস্‌ শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর এই অঞ্চলে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের ও অবৈধ ইহুদি-বসতি বিস্তারের কাজ জোরদার করেছে ইসরাইল। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: