• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ন্যানো প্রযুক্তিতে বিশ্বে ইরানের অবস্থান পঞ্চম

প্রকাশিত: ১৮:০৭, ১১ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
ন্যানো প্রযুক্তিতে বিশ্বে ইরানের অবস্থান পঞ্চম

পার্স টুডে- ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি উৎপাদনের অবস্থা সংক্রান্ত সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ন্যানো প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকাশনায় ইরান বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইসলামী বিপ্লবের বিজয়ের পর ইরান বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের ২ শতাংশ বৈজ্ঞানিক জ্ঞান ইরানে উৎপাদিত হয়।

ন্যানো প্রযুক্তি সংক্রান্ত পরিসংখ্যান, তথ্য এবং গবেষণা নিবন্ধের উৎস হিসেবে ব্যবহৃত ওয়েব অফ সায়েন্স ডাটাবেসের (WoS) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ সালে ইরানি গবেষকরা ন্যানোপ্রযুক্তি সংশ্লিষ্ট ১১ হাজার ১৭৯টি নিবন্ধ প্রকাশ করেছেন যা গত বছর প্রকাশিত ন্যানো সংক্রান্ত সমস্ত নিবন্ধের ৪.৬ শতাংশ।

২০০০ সালে ন্যানো প্রকাশনার ক্ষেত্রে ইরান যেখানে ৫৮তম স্থানে ছিল সেখানে ২০০৩ সালে দেশটি পঞ্চম স্থান অর্জন করেছে। এই র‌্যাঙ্কিং ইরানের উল্লেখযোগ্য বৈজ্ঞানিক উন্নয়নের প্রমাণ বহন করে।

উল্লেখ্য, ওয়েব অফ সায়েন্স ডাটাবেসের প্রতিবেদনে বিজ্ঞান ও ন্যানো প্রযুক্তিতে ইরানের বৈশ্বিক অবস্থান তিনটি প্রধান সূচক দ্বারা মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো- ন্যানোপ্রযুক্তি নিবন্ধের পরিমাণ, ন্যানো প্রযুক্তি নিবন্ধের গুণমান এবং ন্যানো প্রযুক্তি উদ্ভাবনের সংখ্যা।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2