• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রাম্পের প্রচারের সহায়তায় মাসে ৪৫ মিলিয়ন ডলার দেবে মাস্ক: সিএনবিসি

প্রকাশিত: ১৫:৪০, ১৬ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৪০, ১৬ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
ট্রাম্পের প্রচারের সহায়তায় মাসে ৪৫ মিলিয়ন ডলার দেবে মাস্ক: সিএনবিসি

ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনবিসির খবরে বলা হয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দেবে শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পকে সমর্থনকারী নতুন একটি সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে (পিএসি) এক মাসে প্রায় ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাস্ক ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়কে সমর্থন জানাতে জুলাই মাস থেকে পিএসি-তে তার অনুদান শুরু করার পরিকল্পনা করেছেন।

তবে পিএসি গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় ফেডারেল নির্বাচন কমিশনে যে আর্থিক নথি জমা দিয়েছে, সেখানে মাস্কের নাম দেখা যায়নি। অর্থাৎ মাস্ক এখন পর্যন্ত পিএসিতে কোনো অর্থ দেননি। নতুন এই সংস্থাটির আর্থিক রিপোর্টে দেখা গেছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য সংস্থাটি এখন পর্যন্ত ৮ মিলিয়নের বেশি অর্থ সংগ্রহ করেছে। দাতাদের তালিকায় লন্সডেল এন্টারপ্রাইজ এবং উইঙ্কলেভস টুইনস রয়েছে। লন্সডেল ১০ লাখ ডলার এবং ক্যামেরন ও টাইলার উইঙ্কলেভস দুজনেই ২ লাখ ৫০ হাজার ডলার করে অনুদান দিয়েছেন।

এ ব্যাপারে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেননি মাস্ক এবং লন্সডেল।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2