• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তান জুড়ে ইন্টারনেট বিভ্রাট; সামাজিক মাধ্যমও সেন্সরড

প্রকাশিত: ১৪:৪৭, ১৫ আগস্ট ২০২৪

আপডেট: ১৪:৪৮, ১৫ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
পাকিস্তান জুড়ে ইন্টারনেট বিভ্রাট; সামাজিক মাধ্যমও সেন্সরড

ইন্টারনেট ও সামাজিক মাধ্যম ব্যবহারে সমস্যায় পড়েছেন পাকিস্তান। দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি ক্রমাগত কমছে।পাকিস্তান অবজারভার জানিয়েছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ যোগাযোগ বাধাগ্রাস্ত হওয়ায় ব্যবসায় মারাত্বক প্রভাবিত হয়েছে। 

পাকিস্তানিরা বলছে, ইন্টারনেট বিভ্রাট মানবাধিকজার অধিকার লঙ্ঘন করেছে। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় অনলাইন পরিবহন এবং ব্যবসায়িক লেনদেনে জটিলতা সৃষ্টি হয়েছে। ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ হওয়ারও প্রতিবাদ করেছেন। এটিকে মতপ্রকাশের স্বাধীনতার প্রতিবন্ধক হিসেবে দেখছেন তারা।

পাকিস্তানের নাগরিক সমাজের বরাতে জানা গেছে, ইন্টারনেট স্লো এবং কিছু কিছু ক্ষেত্রে শাটডাউন আর্ন্তজাতিকভাবে দেশের ইমেজকে ক্ষতি গ্রস্থ করছে। পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, দেশজুড়ে চলমান সোশ্যাল মিডিয়া বিভ্রাটের ব্যাখ্যা চেয়ে পিটিএ চেয়ারম্যান হাফিজ রেহমানকে তলব করেছে জাতীয় পরিষদের তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি।
সারা দেশে ইন্টারনেট বিভ্রাট এবং দুর্বল মোবাইল সিগন্যালের ব্যাপারেও ব্যাখ্যা চাইবে কমিটি। তাদের ওই বৈঠকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকেও অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, পাকিস্তানজুড়ে এখনো ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। তবে এর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

তাদের সূত্র জানিয়েছে, ভূগর্ভস্থ সাবমেরিন ক্যাবলের ত্রুটিকে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (পিটিসিএল) কর্মকর্তারা।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2