এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি: জরুরী অবস্থা জারি

মুম্বাই থেকে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকির রয়েছে বলে জানা গেছে। এরপর তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি সকাল ৮টার দিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। পরে সেটিকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।
বিমানবন্দর সূত্রের বরাতে এনডিটিভি জানায়, ফ্লাইট থাকা ১৩৫ যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
জানা যায়, বিমানটি তিরুবনন্তপুরম বিমানবন্দরের কাছে আসার সঙ্গে সঙ্গে পাইলট বোমা হামলার হুমকির কথা জানিয়েছিল।
বিভি/ এসআই
মন্তব্য করুন: