ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু রাখতে আর বাধা থাকলো না
ছবি: ভারতের সুপ্রিম কোর্ট
উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা আইনকে ‘অসাংবিধানিক’ বলে ইলাহাবাদ হাইকোর্টের দেয়া বিতর্কিত রায় খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এই রায়ের মাধ্যমে অনিশ্চয়তার আধার কাটলো মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীর। এই রায়ে উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু রাখতে আর বাধা থাকলো না।
মঙ্গলবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন সংক্রান্ত মামলার রায় দেন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। জানানো হয়েছে, মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আদালত। ইলাহাবাদ হাইকোর্ট রায় দেওয়ার সময় আইনের মৌলিক কাঠামোগত ত্রুটি থাকার যে কথা বলেছিলো, তাকে ভুল বলেছে সুপ্রিম কোর্ট।
রায়ে আরও বলা হয়েছে, মাদ্রাসা আইনে কিছু ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকায় তা অসাংবিধানিক হতে পারে না। তবে, এই আইনের অধীনে ‘ফাজ়িল’ ও ‘কামিল’ ডিগ্রি দেয়াকে ইউজিসি গাইডলাইনের পরিপন্থী উল্লেখ করে একে অসাংবিধানিক বলেছে সুপ্রিম কোর্ট।
গত মে মাসে ইলাহবাদ হাইকোর্ট বিতর্কিত ওই রায় দিলে উত্তর প্রদেশের কমপক্ষে ২৫ হাজার মাদ্রাসার কার্যক্রম বন্ধের চাপ দেয়া হলে ২৭ লাখ শিক্ষার্থী আর ১০ হাজার শিক্ষকের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধের এই অভিযান চালু রেখেছে নরেন্দ্র মোদির দল বিজেপির নিয়ন্ত্রণে থাকা আসামের রাজ্য সরকার। সূত্র:
বিভি/এমআর
মন্তব্য করুন: