• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্বামীর হোয়াটসঅ্যাপ দেখেই থানায় দৌড় দিলো বউ, কারণ কী?

প্রকাশিত: ১৪:৪৮, ১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:০৯, ১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
স্বামীর হোয়াটসঅ্যাপ দেখেই থানায় দৌড় দিলো বউ, কারণ কী?

স্বামীর উপর সন্দেহ। হোয়াটসঅ্যাপ হ্যাক করেছিলেন স্ত্রী। কিন্তু কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে আসবে, তা কল্পনাও করেননি। দেখা গেল একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক স্বামীর। তবে, সম্পর্ক বললে ভুল হবে। মহিলাদের রীতিমতো যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেল করতেন বলে অভিযোগ। এরপরেই আর দেরি না করে থানায় সমস্ত চ্যাট দেখিয়ে স্বামীর নামে অভিযোগ দায়ের করলেন স্ত্রী। শুধু তাই নয়, এক তরুণীকেও স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে সাহায্য করলেন। ঘটনাটি ভারতের নাগপুরের। 

অভিযোগ, ৩২ বছর বয়সী ওই ব্যক্তি ভুয়া নামে মহিলাদের সঙ্গে যোগাযোগ করত। আদতে তার একটি পানের দোকান আছে। তবে তাঁদের ধর্মীয় অনুষ্ঠানের নাম করে ডেকে আনত। নাগপুরেরই কোনও হোটেলে দেখা করত। সম্প্রতি তাঁর স্ত্রী ও (২৪) স্বামীর বিরুদ্ধে যৌন নিপীড়ণের অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, তাঁর স্বামী 'পর্নের মতো যৌনতা'য় লিপ্ত হওয়ার জন্য ক্রমাগত চাপ দিত। 

এরপরেই মহিলা স্বামীর আরও কুকীর্তির খবর পান। তখনই তাঁর হোয়াটসঅ্যাপ ক্লোন করার সিদ্ধান্ত নেন। স্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেই মাথা ঘুরে যায় তাঁর। দেখেন একাধিক মহিলার সঙ্গে তাঁর স্বামীর ঘনিষ্ঠ ছবি, ভিডিও। 

সেই চ্যাটেই দেখেন, একাধিক অবিবাহিত তরুণীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ছিল। তাঁদের থেকে রীতিমতো ব্ল্যাকমেল করে টাকা দাবি করত তাঁর স্বামী। ফোনে রেকর্ড করা ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখাত বলে অভিযোগ। 

এরপরেই মহিলা স্বামীর বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নেন। একইসঙ্গে নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়াবেন বলেও ঠিক করেন। নাম্বর সংগ্রহ করে এমন মহিলাদের সঙ্গে যোগাযোগ করেন। এঁদের মধ্যেই একজন ১৯ বছরের তরুণী ছিলেন। অভিযোগ, তিনিও তাঁকেও নিগ্রহ করা হয়েছিল। তরুণীর পাশে দাঁড়ান মহিলা। তাঁকে থানায় নিয়ে যান। 

অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, মিথ্যা পরিচয়, ধর্মীয় বিশ্বাসে আঘাত এবং নাম গোপন করা, ব্ল্যাকমেইলিং এবং চাদাঁবাজির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2