ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ইসরাইলের দেওয়া যুদ্ধবিরতির বিনিময়ে নিরস্ত্র হওয়ার প্রস্তাবে রাজি নয় হামাস। জীবিত ১১ জন ইসরাইলি বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে তারা ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি। এদিকে, গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের গাজা ভূখন্ডে হামলা চালিয়ে আরো ৩৯ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে।
গাজা শহরে ভারী কামান এবং যুদ্ধযান থেকে শহরের দিকে অবিরাম গুলিবর্ষণ করছে ইসরাইলি সেনারা। দক্ষিণে খান ইউনিসের পূর্বে অবস্থিত আবাসান শহরের আবাসিক বাড়িগুলিতেও ইসরাইলি বাহিনী তীব্র গোলাগুলি করছে। গাজা শহরের শুজাইয়া পাড়াকে লক্ষ্য করে হেলিকপ্টার এবং কামান নিয়ে আক্রমণাত্মক হামলা চালাচ্ছে ইসরাইল। এছাড়াও গাজার চিকিৎসা ব্যবস্থাকে ব্যাহত করতে একের পর এক হাসপাতাল গুড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনারা। অবশিষ্ট কয়েকটি হাসপাতালের মধ্যে একটিতে আবারো বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এরই মধ্যে গাজার ৯০ শতাংশ স্কুল ধ্বংস হয়ে গেছে। এসব স্কুলে প্রয়োজন উল্লেখযোগ্য পুনর্বাসন বা পুনর্গঠন।
এদিকে বিভিন্ন দেশে এখনো চলমান রয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। সোমবার ইসরাইলের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোনরকম সম্পর্ক না রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে আমস্টারডামের শিক্ষার্থীরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: