• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইরাকে ইয়াজিদিদের নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১৬:১৬, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:১৭, ১৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ইরাকে ইয়াজিদিদের নববর্ষ উদযাপন

ছবি: সংগৃহীত

ইরাকের দোহুক প্রদেশের লালিশ টেম্পলে সমবেত হয়ে ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব লাল বুধবার পালন করেছেন ইয়াজিদি সম্প্রদায়ের লোকজন। এই দিনটি ইয়াজিদিদের নববর্ষ হিসেবে উদযাপন করা হয়।

এদিন, পুরুষ ও নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরে হাতে মোমবাতি নিয়ে টেম্পলে হাজির হন। এসময়, তারা প্রার্থনা করেন ও প্রদীপ জ্বালিয়ে নিজেরা মনবাসনা পূরণের প্রার্থনা জানান।

মাহের শিনকালি নামে ইয়াজিদি সম্প্রদায়ের এক সদস্য রয়টার্সকে বলেন, ইয়াজিদি নববর্ষে মানুষ লালিশ টেম্পলে এসে এই দিনটি উদযাপন করেন ও ইয়াজিদিদের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে বাতি জ্বালান। 

এই উৎসব উপলক্ষে সম্প্রদায়ের বিভিন্ন অঞ্চল থেকে স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে খাঁটি জলপাই তেল আহরণ করেন, যা লালিশ টেম্পলে প্রদীপ জ্বালানোর অন্যতম উপাদান।

দিয়ার আল-খেতারি নামে ইয়াজিদি সম্প্রদায়ের আরেক সদস্য রয়টার্সকে জানান, নববর্ষের রাতে টেম্পলের সব প্রদীপ একত্রে জ্বালানো হয়। প্রতি বছর তারা একত্রিত হয়ে এই কার্যক্রম পরিচালনা করেন। 

ইয়াজিদিজম একটি একেশ্বরবাদী ধর্ম, যা প্রাচীন ইরানীয় প্রাক-জরথুস্ত্রীয় বিশ্বাস থেকে উদ্ভূত। 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2