• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

প্রকাশিত: ০৯:২০, ১৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এবার ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এবার ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় এসেছে বাংলাদেশসহ ৭ দেশের নাম। তালিকায় অন্তর্ভুক্ত এসব দেশের নাগরিকদের ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় লাভের পদ্ধতি আরও কঠিন করে দেওয়া হয়েছে। 
 

এরই মধ্যে যারা ইউরোপে আশ্রয় পেয়েছেন তাদের দ্রুত নিজ দেশে পাঠানোর কাজ জোরদারের লক্ষ্যে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এসব দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদনের যাচাই–বাছাই দ্রুততার সঙ্গে শেষ করার সুযোগ পাবে ইইউর সদস্যদেশগুলো।

বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত তালিকাটি বর্ধিত ও যাচাই-বাছাই করা হতে পারে বলে জানিয়েছেন অভিবাসনবিষয়ক কমিশন।

কয়েকটি দেশের নির্বাচনে উগ্র ডানপন্থীরা ভালো ফল করায় বেআইনিভাবে দেশগুলোতে প্রবেশকারীদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে ইইউ-এর ওপর। এ বিষয়টি দ্রুত সমাধান করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অবশ্য ইউরোপিয়ান পার্লামেন্ট ও সদস্যদেশগুলো অনুমোদন দিলে তবেই কার্যকর হবে তালিকাটি।  

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2