• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজায় ড্রোন হামলায় একই পরিবারের ৭ সদস্য নিহত

প্রকাশিত: ১৯:০৭, ১৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
গাজায় ড্রোন হামলায় একই পরিবারের ৭ সদস্য নিহত

গাজায় লাগাতার চলছেই ইসরাইলি ধ্বংসযজ্ঞ। প্রতিদিনের ন্যায় বুধবার (১৬ এপ্রিল) রাতেও  নির্মম, বর্বর ও পৈশাচিক এই হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ ঝরে গেছে। 

গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, উপত্যকাটির জাবালিয়া শহরে ইসরাইলের দুটি ড্রোন হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার রাতে জাবালিয়া ছাড়াও গাজার আরও বিভিন্ন শহরে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে খান ইউনিস, বাইত লাহিয়া ও শুজাইয়া এলাকাও রয়েছে।

ওই সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, রাতভর ইসরাইলের হামলায় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ১৬ জনকে হত্যা করেছে ইসরাইল। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এতে ২৩ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, গাজার বাইত লাহিয়া শহরেও হামলায় সাতজন নিহত হয়েছেন। গাজার শুজাইয়া পাড়ায় বোমা হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

ইসরাইলের বিমান হামলায় বুধবার মোট ৩৭ জনের প্রাণ গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় অভিযানের নামে বর্বর হামলা চালাচ্ছে। হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজারেও বেশি। 

সূত্র: এএফপি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2