• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩৮

প্রকাশিত: ০৯:১৯, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩৮

পশ্চিম ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। 

বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। 

হুথি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ইরান-সমর্থিত এ গোষ্ঠীর ওপর ট্রাম্প প্রশাসন হামলা শুরুর পর গতকালের হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক।

আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হুথি গোষ্ঠীর জ্বালানির উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।  

তবে হুথিদের দেওয়া হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হামলার বিষয়টি জানিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, বন্দরটি ধ্বংস হয়েছে।

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই ভয়াবহ হামলা চালানো হচ্ছে। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2