• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, দাবি কংগ্রেস নেতার

প্রকাশিত: ১৫:২৭, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:২৮, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, দাবি কংগ্রেস নেতার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন। এর জেরে ৩২৭ বিদেশি শিক্ষার্থী  ‘রাষ্ট্রদোহী’ তকমা দিয়ে ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ফলে তারা আর কখনও যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। বাতিল হওয়া শিক্ষার্থীদের প্রায় ৫০ শতাংশই ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন কংগ্রেসের নেতা জয়রাম রমেশ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

‘আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের’ এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ভিসা বাতিলের কারণ পরিষ্কার নয়। পদ্ধতিটাও অস্বচ্ছ। এটি ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভীষণ উদ্বেগের। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই ঘটনায় ভারত সরকারের অবস্থান কী? চুপচাপ বসে থাকার সময় এটা নয়।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের এই ভিসা বাতিলের পেছনে মূলত সাম্প্রতিক কিছু রাজনৈতিক আন্দোলনকে কারণ হিসেবে দেখানো হয়েছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে সরব হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছিলেন। তাই তাদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানা গেছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের’ এক প্রেস বিজ্ঞপ্তিতে।

সূত্র: ইকোনমিক টাইমস

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2