• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’ বললো ভারত

প্রকাশিত: ১৬:৩৮, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’ বললো ভারত

ছবি: রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তান চেষ্টা করলেও ‘বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’ নামটি মুছে ফেলতে পারবে না। মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর হোসেন রানার ভারতে প্রত্যর্পণ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, রানাকে প্রত্যর্পণ করে পাকিস্তান আবারও মনে করিয়ে দিয়েছে মুম্বাই সন্ত্রাসী হামলায় অভিযুক্ত অন্যান্য অপরাধীদের আশ্রয় না দিয়ে বিচারের আওতায় আনার জন্য তাদের পদক্ষেপ নেওয়া উচিত। তবে পাকিস্তান বংশোদ্ভুত হলেও রানার নাগরিকত্ব অস্বীকার করেছে দেশটি। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাফকাত আলী খান বলেছেন, কানাডায় থাকতে শুরু করার পর রানা তার পাকিস্তানি নাগরিকত্ব নবায়ন করেনি। এজন্য এখন সে পুরোপুরিভাবে কানাডিয়ান নাগরিক। 

২০০৮ সালের ২৬শে নভেম্বর মুম্বাইয়ে ১০জন পাকিস্তানি সন্ত্রাসীর একটি দলের প্রায় ৬০ ঘন্টা ধরে চালানো হামলায় ১৬৬ জন নিহত হয়। এই দলের প্রধান ষড়যন্ত্রকারীর সহযোগী ছিলেন রানা। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস্ 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2