• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মায়ের পিস্তল দিয়ে হামলা, নিহত ২

প্রকাশিত: ১৯:২১, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:২০, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মায়ের পিস্তল দিয়ে হামলা, নিহত ২

ছবি: অভিযুক্ত মা ও ছেলে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টির ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছে দুইজন ও আহত হয়েছে আরও ছয়জন।

গেলো বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ ঘটনাটি ঘটে। বন্দুকধারী যুবক পুলিশের আদেশ মানতে অস্বীকৃতি জানানোর পর অফিসাররা তাকে গুলি করে আহত করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ বছর বয়সী এই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি স্থানীয় ডেপুটি-শেরিফের সন্তান। তিনি এমন একটি হ্যান্ডগান ব্যবহার করেছেন, যেটি তার মা দায়িত্ব পালনের সময় ব্যবহার করতেন।

গুলির ঘটনা শুরুর পর শিক্ষার্থী ও ক্যাম্পাসে থাকা ব্যক্তিদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়। এদিন থেকে শুক্রবার পর্যন্ত সব ক্লাস ও কfর্যক্রম বাতিল করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, প্রাথমিকভাবে ১২টি গুলির শব্দ শোনা যায়। গুলির ওই  ঘটনাকে ‘লজ্জাজনক’ এবং ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2