তেহরানে বিশেষ সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী

ছবি: তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার আগ মুহূর্তে দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তেহরানে পৌঁছেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সৌদি মন্ত্রী তেহরানে বেশ কয়েকজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তেহরান সফরের সময় সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেন। এসময় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের একটি বার্তা পৌঁছে আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পৌঁছে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে খামেনির সঙ্গে ছবি শেয়ার করে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনার ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র এই সপ্তাহান্তে রোমে দ্বিতীয় দফা আলোচনায় বসতে চলেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনাকে স্বাগত জানায় সৌদি আরব। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করে।
বিভি/এমআর
মন্তব্য করুন: