গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে শর্ত দিলো হামাস

ইসরাইলি সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার ঘোষণা দিয়ে কিছু শর্ত দিয়েছে হামাস। এদিকে, গাজায় বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে ২৪ ঘন্টায় আরও অন্তত ৩৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী।
শুক্রবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে মূলত নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে। খান ইউনিসের বানি সুহেইলা শহরে শরণার্থী শিবিরের পাশে আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি ভবনে বিমান হামলায় হত্যা করা হয়েছে একই পরিবারের ১৩ সদস্যকে। হামলা হয়েছে জাবালিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করেও। ওই হামলায় নিহত হয় অন্তত ৫ জন।
গাজার বিপরীত প্রান্তের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ার অপরাধে গুলি করে হত্যা করা হয়েছে দুই ফিলিস্তিনিকে। গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনির অবস্থা গুরুতর। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির স্বার্থে জিম্মি সব ইসরাইলিকে মুক্তির প্রস্তাবে রাজি হয়েছে হামাস।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের বর্তমান প্রধান খলিল আল হায়া জানিয়েছেন, সব জিম্মির মুক্তি চাইলে গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। মুক্তি দিতে হবে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদেরও। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর লোক দেখানো চুক্তির মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের ফাঁদে পা দেবে না হামাস।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: