• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি বাহিনী

প্রকাশিত: ১১:৩৯, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত বোমা হামলা চালিয়ে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, নিহতদের বেশিরভাগ গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা। তবে, ইসরাইলি বাহিনী মধ্য ও দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে। এ নিয়ে গেলো দেড় বছরে ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। এসময় আহত হয়েছে এক লাখ ১৬ হাজারের বেশি ফিলিস্তিনি।

জাতিসংঘ বলছে, গাজায় খাবার ফুরিয়ে এসেছে। দ্রুত খাবারের ব্যবস্থা না করলে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়তে পারে।

এদিকে, ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের সেনারা। দেশটির রাস ঈসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৫০ জন। দেশটির সশস্ত্র যোদ্ধা হুথি বিদ্রোহীরা জানিয়েছে, এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2