• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংখ্যালঘু দমন উৎসবে মেতেছে ভারত, মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে উঠে এলো বর্বরতা

প্রকাশিত: ১১:৪৭, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:৪৮, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সংখ্যালঘু দমন উৎসবে মেতেছে ভারত, মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে উঠে এলো বর্বরতা

ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুসলিমদের উপর সহিংসতা, বৈষম্য ও নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে। এ নিয়ে সম্প্রতি ঢাকা থেকে ভারতের সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হলে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাতে জানায় যে, পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে করা মন্তব্য ভারত প্রত্যাখ্যান করছে। অনেকের মতে, ভারতের এমন জবাব দেখে মনে হচ্ছে তারা যেন কাউকেই তোয়াক্কা করে না। এমনকি তারা কোনো অপরাধ করলেও তার কোনো জবাবদিহি নেই। ঠিক যেন তারা এই অঞ্চলের আরেক ইসরাইল।

অথচ ভারতের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন, এমনকি কেউ কেউ ভারত থেকে ইসলাম মুছে ফেলার ডাকও দিচ্ছেন। এগুলো সবই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে স্পষ্টই উঠে আসছে।

ভারতে বর্তমানে মুসলিমদের নিরাপত্তা ও মৌলিক অধিকার মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তর প্রদেশ সর্বত্র মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা ক্রমাগত বাড়ছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যেন এক প্রকার সংখ্যালঘু দমন উৎসবেই মেতে উঠেছে। দেশটির শাসকদল বিজেপি ‘এক দেশ, এক ধর্ম’ নীতিকে বাস্তবায়নের উদ্দেশে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব কর্মকাণ্ড চালাচ্ছে, তা গভীর উদ্বেগের বিষয়।

সম্প্রতি মিডল ইস্ট মনিটরের প্রকাশিত একটি তথ্যচিত্রে এসব নিপীড়নের ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে একজন সাক্ষাৎকারদাতা বলেন, বিজেপির উদ্দেশ্য হলো ‘এক দেশ, এক ধর্ম’ নীতি কার্যকর করা। তার মতে, মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হতে চায়, কারণ এতে তারা ভোট পাবে বলে বিশ্বাস করে।

বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, দেশটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বর্তমানে নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ, ব্যবসা-বাণিজ্যে বাধা সৃষ্টি ও প্রকাশ্য রাস্তায় বোরকা পড়া নারীদের হয়রানির মতো ঘটনা অহরহ ঘটছে, যা অনেক ক্ষেত্রেই উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে।

এদিকে, উত্তরপ্রদেশ রাজ্যে মুসলিম নির্যাতনের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজ্যের মোজাফফরনগর এলাকায় একজন মুসলিম নারীর হিজাব জোরপূর্বক খুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর স্থানীয় মুসলিম জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর প্রকাশ্যে হামলার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, যা নেটিজেনদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।

মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে দেখানো হয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তথাকথিত ‘ক্র্যাকডাউনের’ নামে মুসলিম জনগোষ্ঠীর উপর দমন-পীড়ন চালাচ্ছেন। কট্টর হিন্দুত্ববাদী দর্শনের অনুসরণে, তার দল পরিকল্পিতভাবে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ব্যাপকহারে তাদের আটক করা হচ্ছে, মসজিদ, মাদ্রাসা ও বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। বন্দিদের সঙ্গে অমানবিক আচরণ এখন যেন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি, ভারতের আরেক রাজ্য উত্তরাখণ্ডে ১৭০টিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, উত্তরপ্রদেশের ফররুখাবাদ জেলায় ১৬ এপ্রিল মোহাম্মদ রেহান ও প্রগতি নামের ভিন্ন ধর্মের এক যুগল জেলা কোর্টে তাদের বিয়ে নিবন্ধন করতে যাওয়ার সময় কিছু উগ্রবাদী হিন্দুরা তাদের ঘিরে শারীরিকভাবে আক্রমণ করে। এসময় ওই নারী বোরকা পরেছিলেন, যা হামলাকারীদের আরও ক্ষিপ্ত করে তোলে। তারা রেহানকে বাইক থেকে টেনে নামিয়ে তাকে মারধর করতে শুরু করে।

ভারতে  মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে চলমান নিপীড়নের অংশ ভেঙে ফেলা হচ্ছে বহু পুড়নো মসজিদ। ওয়াকফ সম্পত্তির মতো বিষয়গুলোকে কেন্দ্র করে  মুসলিমদের উপর একের পর এক দমনমূলক আইন প্রণয়ন করা হচ্ছে, যা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে। এসব কার্যকলাপের যেন কোনো জবাবদিহিতা নেই। তবে, এসব ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন, পাশাপাশি ঘরে-বাইরে প্রতিবাদেও অংশ নিয়েছেন।
 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2