ইয়েমেনে মার্কিন বিমান হামলার বিরুদ্ধে সানায় হাজারো মানুষের বিক্ষোভ

ছবি: সংগৃহীত
গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ইয়েমেনের রাজধানীতে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।
এদিকে, ইয়েমেনের রাস ইসা তেল টার্মিনালে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এতে অন্তত ৮০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলা হুথি বিরোধী অভিযানের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করা। তবে, হুথিরা এই ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। এদিকে, এই হামলাকে বর্বর আক্রমণ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ইরান ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী।
অন্যদিকে, হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোকেও টার্গেট করা হবে বলে জানিয়েছে তারা।
বিভি/আইজে
মন্তব্য করুন: