• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ১৫:০৩, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:০৫, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টা ৪৭ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৯২ কিলোমিটার (প্রায় ৫৭ মাইল) গভীরে। এর প্রভাব আফগানিস্তান ও তাজিকিস্তান ছাড়িয়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায়ও পড়েছে।

বিশেষ করে পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে কম্পন টের পাওয়া গেছে। সবচেয়ে তীব্রভাবে কেঁপে উঠেছে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির, বাজাউর, মালাকান্দ, নওশেরা, দির বালা, শাবকাদার ও মোহমান্দ অঞ্চল। ভূমিকম্পের সময় স্থানীয় লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2