যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো জনতার ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ছবি: সংগৃহীত
আবারো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজর মার্কিন নাগরিক। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়।
ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। শ্রমিক শক্তি থাকা উচিত, রাজতন্ত্রকে না বলুন এমন স্লোগা ও প্ল্যাকার্ড নিয়ে হোয়াইট হাউসের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করার দাবিও জানায় বিক্ষুব্ধ জনতা। এছাড়াও বিভিন্ন স্থানে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিতাড়িত করার বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়। এসময় রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রনকে সম্পূর্ণ সহায়তা করার দাবিও জানিয়েছে বিক্ষোভকারীরা।পাশাপাশি তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানায়।
বিভি/এআই
মন্তব্য করুন: