• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কার্স্কের ৯৯ শতাংশ অঞ্চল পুনর্দখল করলো রাশিয়া!

প্রকাশিত: ১৬:৪৫, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কার্স্কের ৯৯ শতাংশ অঞ্চল পুনর্দখল করলো রাশিয়া!

অতর্কিত আক্রমণে যে কার্স্ক দখলে নিয়ে রাশিয়াকে হতবাক করে দিয়েছিল ইউক্রেন, যুদ্ধে তৈরি করে নিয়েছিল সুবিধাজনক অবস্থান, এবারে সেই হাতের পাঁচও হারিয়ে ফেলছে সে। মুহুর্মুহু আক্রমণে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দখলকৃত কার্স্কের প্রায় শতভাগ অঞ্চল পুনর্দখলে নেয়ার কথা জানিয়েছে রাশিয়া। 


১৯ এপ্রিল এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সর্বশেষ কার্স্কের সীমান্তবর্তী আলিয়াশনিয়া এলাকাটি পুনর্দখল করেছে রুশ সেনারা। আর মাত্র ১ শতাংশ এলাকা পুনর্দখলে নিলেই কার্স্ক সম্পূর্ণ শত্রুমুক্ত হবে। এরই মাঝে ৯৯ শতাংশেরও বেশি এলাকা নিয়ন্ত্রণে এসেছে। বাকি আছে কেবল আলিয়াশনিয়ার ১১ কিলোমিটার দক্ষিণের জোর্নাল অঞ্চলটি। 

জোর্নালে ইউক্রেনীয় সেনাদের সাথে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে। শিগগিরই শত্রুদের সীমান্তের বাইরে পাঠিয়ে দেয়া হবে বলে প্রত্যয় জানিয়েছে ক্রেমলিন।

গত বছরের আগস্টে অতর্কিতে হামলা চালিয়ে রাশিয়ার কার্স্কের বিশাল অঞ্চল দখলে নেয় ইউক্রেনীয় সেনারা। এরপর থেকেই ওই অঞ্চল পুনর্দখল নিতে তুমুল আক্রমণ চালিয়ে আসছে রুশ বাহিনী। এক পর্যায়ে উওর কোরিয়ার সেনারাও রুশ বাহিনীর সাথে লড়াইয়ে যোগ দেয়। দীর্ঘ লড়াই শেষে অবশেষে মস্কোর সফলতা এলো। 

এই সময়ের ভেতর বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট থেকে এখন পর্যন্ত কার্স্কে ৭৫ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। আত্মসমর্পণ করেছে অনেক সেনা। এছাড়া ৪১১টি ট্যাংক, ২ হাজার ২৮০টি সাঁজোয়া যুদ্ধযান, ২ হাজার ৭৪৩টি অন্যান্য যানবাহন, পদাতিক বাহিনীর ৩৩৫টি বাহন, ৬২৫টি আর্টিলারি গান, ৬১ মাল্টিপল রকেট লঞ্চার, ২৮টি বিমান বিধ্বংসী মিসাইল লঞ্চার, ১২টি রাডারসহ অনেক সামরিক সরঞ্জাম খুইয়েছে ইউক্রেনীয় বাহিনী। 

বিশ্লেষকরা বলছেন, কার্স্কের নিয়ন্ত্রণ হারানোয় সম্ভাব্য শান্তি চুক্তির ক্ষেত্রে রাশিয়ার সাথে দর কষাকষিতে ইউক্রেন যে সুবিধা পেতে পারতো, সেই সুযোগ হাতছাড়া হয়ে গেলো। এখন রাশিয়া আরো আত্মবিশ্বাসের সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। অন্যদিকে সমঝোতা আলোচনার টেবিলেও নিশ্চিত হবে আরো শক্তিশালী অবস্থান। 

কেবল কার্স্ক পুনর্দখল নয়, অন্যান্য যুদ্ধক্ষেত্রেও সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এরই মাঝে দোনেৎস্কের ৮০ শতাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শেষ সপ্তাহে দোনেৎস্কের চারটি অঞ্চল শত্রুমুক্ত করেছে রুশ সেনারা। 

১৮ এপ্রিল রাতে রুশ বাহিনী ওডেসা ও সুমিসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ৮৭টি ড্রোন হামলা চালায় বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর বেশিরভাগই বিধ্বস্ত করার দাবি তাদের।  

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2