• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে গঠনমূলক আলোচনা হয়েছে: যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮:০৩, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে গঠনমূলক আলোচনা হয়েছে: যুক্তরাষ্ট্র

ছবি: ফাইল ফটো

পারমাণবিক ইস্যুতে ওমানের মধ্যস্থতায় দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনাটি গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে ইরান। আগামী কয়েক দিন পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইরানের প্রেসিডেন্ট  আব্বাস আরাঘচি জানিয়েছেন, এবারের বৈঠকে বিভিন্ন নীতি ও লক্ষ্যের বিষয়ে দুই পক্ষের মধ্যে আরও ভালো বোঝাপড়া হয়েছে। এ আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাইদি দুটি পৃথক কক্ষে অবস্থানরত প্রতিনিধিদের মধ্যে বার্তা বিনিময়ের কাজ করেছেন। আলোচনা চালিয়ে যেতে আগামী ২৬ এপ্রিল ওমানে পুনরায় তৃতীয় দফায় বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

বৈঠক প্রসঙ্গে মার্কিন কর্মকর্তা বলেন, শনিবার রোমে হওয়া বৈঠকে অত্যন্ত ভালো অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2