• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীতে ৩০ হাজার তরুণ যোদ্ধা’ 

প্রকাশিত: ২০:২৭, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীতে ৩০ হাজার তরুণ যোদ্ধা’ 

ছবি: ফাইল ফটো

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ৩০ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। গোষ্ঠীটির সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে তাদের যুক্ত করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাতে  এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। 

নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করেছে আল আরাবিয়া।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর দেড় বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি ইসরাইলি সেনারা। সাম্প্রতিক সময়ে গাজা-ইসরাইল সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করতে সমর্থ হয়েছে তারা। এতে করে গাজার প্রায় অর্ধেক অংশ এখন ইসরাইলিদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব অঞ্চলে থাকা সব ঘরবাড়ি ধ্বংস করে সেখানে ‘বাফার জোন’ তৈরি করেছে ইসরাইল। সূত্র: টাইমস অব ইসরাইল

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2