• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজায় আরও ৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী

প্রকাশিত: ০৯:২৮, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
গাজায় আরও ৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী

ছবি: সংগৃহীত

১৫ জন জরুরি সেবাকর্মীকে ঠাণ্ডা মাথায় হত্যাকে ইসরাইলি সেনাদের অপেশাদারী আচরণ বলে দায়সারা তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তেলআবিব। গাজায় বর্বর হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

চিকিৎসকসহ জরুরি সেবাকর্মীদের হত্যার ঘটনায় ইসরাইলের তদন্ত প্রতিবেদনে ঘটনাটি ধামাচাপা দিতে অপচেষ্টার অভিযোগ নাকচ করা হয়েছে। এক ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করার কথাও জানিয়েছে ইসরাইলের সেনা সদর।

প্রতিবেদনটি নাকচ করে একে মিথ্যায় ভরপুর বলেছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থার প্রেসিডেন্ট ইউনিস আল খাতিব বলেছেন, তদন্ত প্রতিবেদনের বর্ণনায় পরস্পরবিরোধী তথ্য উপস্থাপন করা হয়েছে। গুলি করে হত্যার আগে চিকিৎসকদের বহরে থাকা ফিলিস্তিনিদের সাথে কথা বলেছেন সেনারা, যা মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওতে প্রমাণ হয়েছে।

গত ২৩ মার্চ ফিলিস্তিনের রাফায় অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের গাড়ির বহর আটকে ১৫ জনকে গুলি করে হত্যার পর এতে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ইসরাইল। পরে মাটিচাপা একটি লাশের পকেটে পাওয়া মোবাইল থেকে হত্যার সময় রেকর্ড হওয়া ভিডিও উদ্ধার হয়।

এদিকে, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় অব্যাহত গোলাবর্ষণে অন্তত ৩২ জনকে হত্যা করেছে দখলদার সেনারা। হামলা হয় মূলত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আবাস আর তাঁবু লক্ষ্য করে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2