• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাইটক্লাবের বাউন্সার থেকে যাজক, পোপ ফ্রান্সিস সম্বন্ধে কিছু অজানা তথ্য

প্রকাশিত: ১৪:৫২, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:১৫, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নাইটক্লাবের বাউন্সার থেকে যাজক, পোপ ফ্রান্সিস সম্বন্ধে কিছু অজানা তথ্য

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। সোমবার  (২১ এপ্রিল) তিনি মারা যান বলে নিশ্চিত করে ভ্যাটিকান। এর আগে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল। ভ্যাটিকানের তরফ থেকে জানানো হয়েছে, ভ্যাটিকান সিটিতে কাসা সান্তা মার্তাতে নিজের বাসগৃহেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস।

পোপ ফ্রান্সিসের জীবন ছিলো বৈচিত্র্যময়। তিনি এমন কিছু কাজ করেছিলেন যা ছিলো পোপদের মধ্যে বিরল। পোপ ফ্রান্সিস সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরা হলো :

১। তিনি প্রথম ল্যাটিন আমেরিকান যাজক যিনি পোপ হয়েছেন।
২। পোপ ফ্রান্সিস 'ট্যাঙ্গো' নাচে পারদর্শী ছিলেন। যুবক অবস্থায় তিনি একটি নাইটক্লাবের বাউন্সার হিসেবে কাজ করতেন, যা পরবর্তীতে হতাশ যুবকদের চার্চের দিকে পথ দেখাতে সাহায্য করেছে।
৩। মাত্র ২১ বছর বয়সে একটি শ্বাসকষ্টজনিত সংক্রমণের কারণে তার ফুসফুসের একটি অংশ কেটে ফেলা হয়েছিল। এরপর বাকি জীবন তিনি একটি ফুসফুস নিয়েই কাটিয়েছেন।
৪। তিনি প্রায়ই ভ্যাটিকান থেকে গোপনে বেরিয়ে যেতেন। একবার তিনি একটি রেকর্ড স্টোর থেকে ক্লাসিক্যাল মিউজিক সংগ্রহ করতে গিয়েছিলেন।
৫। তিনি চার্চের নারীদের জন্য কিছু ঐতিহ্যের পরিবর্তন করেছিলেন। নারীদের প্রতি তিনি অন্তর্ভুক্তিমূলক মনোভাব পোষণ করতেন।
৬। তিনি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। অ্যাপোস্টলিক প্যালেসে না থেকে ভ্যাটিকানের একটি সাধারণ গেস্টহাউসে থাকেন।
৭। তিনি স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান ভাষায় সাবলীল ছিলেন। পাশপাশি তিনি ল্যাটিন, ফরাসি, পর্তুগিজ ও ইংরেজিতেও কথা বলতে পারতেন।
৮। তিনি নিজের খাবার নিজেই রান্না করতেন এবং মানুষের সঙ্গে সেলফি তুলতে পছন্দ করতেন।
৯। ধর্মীয় জীবনের আগে তিনি রসায়নবিদ্যা শিখেছিলেন এবং সাহিত্য ও মনোবিজ্ঞানও শেখাতেন।
১০। তিনি ৫০ বছরের বেশি যাজক জীবনে মাত্র একবার ক্ষমা প্রত্যাখ্যান করেছেন।

তত্থ্যসূত্র: ক্যাথলিক নিউজ এজেন্সি, ইনসাইকোপ্লেডিয়া ব্রিটানিকা ও ইন্টারনেট

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2