আবারও ফাঁসলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী!

ছবি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ইয়েমেনে হামলা পরিকল্পনার স্পর্শকাতর তথ্য ফাঁসের নতুন অভিযোগে আবারও ফেঁসে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে, ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ১৩ জন। আহত ৩০ জনের বেশি।
রবিবার (২০ এপ্রিল) দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিগন্যাল প্রাইভেট চ্যাট গ্রুপে স্ত্রী, ভাই, ব্যক্তিগত আইনজীবীসহ অনেকের কাছে হামলার পরিকল্পনা ফাঁস করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। এতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা রক্ষায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর আস্থা রাখার বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে।
সিগন্যাল চ্যাটগ্রুপের তথ্য নিয়ে দ্য অ্যাটলান্টিক ম্যাগাজিনের জেফরি গোল্ডবার্গ মার্চের শেষে প্রতিবেদন প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। গোল্ডবার্গের ধারণা, দুর্ঘটনাক্রমে তাকে চ্যাট গ্রুপে যুক্ত করা হয়েছিলো।
এদিকে, ইয়েমেনের হুদেইদা প্রশাসনিক এলাকায় ৮০ জনকে হত্যার একদিন বাদেই রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি বাহিনীর সম্ভাব্য অবস্থানে হামলার কথা বলা হলেও হতাহতের সিংহভাগই সাধারণ নিরস্ত্র মানুষ। ১৫ মার্চ থেকে ইয়েমেনে ধারাবাহিক হামলায় দুই শতাধিক মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।
বিভি/এমআর
মন্তব্য করুন: