• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার মার্কিন কংগ্রেস সদস্য ও কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দিলো চীন

প্রকাশিত: ১১:৫৩, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এবার মার্কিন কংগ্রেস সদস্য ও কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দিলো চীন

প্রতীকী ছবি

হংকং ইস্যুতে বিরূপ আচরণের জন্য মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। সোমবার (২১ এপ্রিল) বিকালে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, গেলো মাসে চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের ছয়জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে এই পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চরম নিন্দা জানান গুও জিয়াকুন। তিনি বলেন, হংকং বিষয়ে যুক্তরাষ্ট্র যদি আরও কোনো ভুল পদক্ষেপ নেয়, চীনের দিক থেকেও পাল্টা শক্ত পদক্ষেপ নেওয়া হবে। 

এর আগে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এবং চীনের মূল ভূখণ্ডের ছয়জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পেছনে ওয়াশিংটনের অভিযোগ ছিলো, হংকংয়ের গণতন্ত্রপন্থী ১৯ রাজনীতিবিদ ও অ্যাকটিভিস্টকে চুপ করিয়ে দিতে এবং উত্ত্যক্ত করতে চীন জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করেছিলো। সূত্র: গ্লোবাল টাইম্স

বিভি/এমআর

মন্তব্য করুন: