কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে সমর্থন জানালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ২৬ জন পর্যটক ও একজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক রয়েছেন—তাদের একজন সংযুক্ত আরব আমিরাত ও অন্যজন নেপালের।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।
মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর, ট্রুথ সোশ্যালে নিজের প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, কাশ্মীরের ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দৃঢ়ভাবে রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স-এ দেওয়া একটি বার্তায় জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি সৌদি আরব, ইসরাইল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশও এই হামলার নিন্দা জানিয়েছে।
ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর ছোট করে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতেই দেশে ফিরে আসেন। এদিকে, হামলার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছাছেন।
বিভি/আইজে
মন্তব্য করুন: