কাশ্মীরের হামলা ‘সাজানো’ হতে পারে বলে দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমে

ছবি: সংগৃহীত
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই পর্যটক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যমে এই হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ বা ‘সাজানো’ হামলা বলে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘আরওয়াই নিউজ’-এর প্রতিবেদনে বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এটি ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের একটি রাজনৈতিক চাল হতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোদি সরকার রাজনৈতিক লাভের জন্য এমন হামলা সংগঠিত করতে পারে বলে অতীতে এমন অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর ভারতের গণমাধ্যম ও ‘র’-এর সাথে জড়িত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পাকিস্তানের বিরুদ্ধে অবান্তর অভিযোগ ছড়াতে শুরু করেছে। তাছাড়া, এই হামলাটিকে ধর্মীয় উদ্দেশ্যে প্রণোদিত হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
২০১৯ সালে ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার কারণে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপরই বহিরাগতদের আগমনের কারণে কাশ্মিরের জনগণ ব্যাপক ক্ষুব্ধ হয়।
বিভি/আইজে
মন্তব্য করুন: