• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার

প্রকাশিত: ১০:১৪, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার

জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গী হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তবে ঘটনার দায় স্বীকার না করে এসব পদক্ষেপের জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।  

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে আজ (২৪ এপ্রিল) জাতীয় নিরাপত্তা কমিটির একটি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা অভিযোগ দেয়ায় ভারতের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে এ বৈঠকে।

এছাড়াও পাক পররাষ্ট্রমন্ত্রী ভারতের ঘোষণাগুলোকে অনুপযুক্ত বলেও অভিহিত করেছেন। এর আগে, প্রতিশোধমূলকভাবে পাকিস্তানের সাথে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। বন্ধ ঘোষণা করেছে পাঞ্জাবের আটারি চেকপোস্ট। এছাড়াও বিশেষ ভিসা বাতিল, দূতাবাসের সদস্য সংখ্যা কমানোর মতো পদক্ষেপ নিয়েছে ভারত। ভয়াবহ এ হামলার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভকারীরা পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে।

বিভি/এআই

মন্তব্য করুন: