• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাশ্মীর হামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ১৬:২৩, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কাশ্মীর হামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবেন নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর চালানো ভয়াবহ হামলার ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিহারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বর্বরোচিত হামলার দায়ীদের আমরা পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে বের করে শাস্তি দেব। যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে প্রতিবেশী দেশের প্রতি স্পষ্ট ইঙ্গিত ছিল।

এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। বিগত দুই দশকে কাশ্মীরে বেসামরিকদের উপর এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

হামলার পর ভারত সরকার একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। ৬ দশক পুরনো পানি বণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে, ভারত-পাকিস্তান একমাত্র স্থল সীমান্ত ক্রসিংও বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, পাকিস্তান ভারতের এই প্রতিক্রিয়াকে অবৈধ ও কাপুরুষোচিত বলে অভিহিত করেছে। 

কাশ্মীর পুলিশ ইতোমধ্যে হামলায় জড়িত সন্দেহে ৩জনের নাম প্রকাশ করেছে, যাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক বলে দাবি করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করেছে প্রশাসন। 

বিভি/আইজে

মন্তব্য করুন: