ভারতে বন্ধ হলো পিএসএলের সরাসরি সম্প্রচার

ফাইল ছবি
অনলাইন প্লাটফর্ম ফ্যানকোডে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সরাসরি দেখতে পারতেন ভারতের দর্শকরা। কিন্তু পেহেলগামে ঘটে যাওয়া ঘটনার পর তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে পাকিস্তান সুপার লিগের দর্শক সংখ্যা অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মাঝেই পিএসএলের দশম আসরের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
পেহেলগামে হামলার ঘটনার প্রতিবাদে ফ্যানকোড পাকিস্তান সুপার লিগের খেলা দেখানো বন্ধ করে দেওয়া পিএসএলের জন্য বড় ধাক্কা। দর্শক সংখ্যা কমে গেলে আগামী দিনে তাদের স্পনসর পেতে সমস্যা তৈরি হবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: