সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দল সমর্থন দেবে: রাহুল গান্ধী

ফাইল ছবি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দল সমর্থন দেবে বলে আশ্বস্ত করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। এদিকে, হামলার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ অবিলম্বে উপস্থাপনের চ্যালেঞ্জ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পেহেলগামে অন্তত ২৬ জনকে হত্যার ঘটনায় পাকিস্তানের সাথে পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনাকর পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সর্বদলীয় বৈঠক হয়েছে ভারতে। বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছিলেন না মোদি।
বৈঠকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল বলেছেন, সরকার যা-ই পদক্ষেপ নেবে, তাতে পূর্ণ সমর্থন থাকবে বিরোধী দলের। আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক ভেদাভেদের সময় নয় এটি। এদিন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, কাতার, জাপান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের মন্ত্রণালয়ে ডেকে সার্বিক পরিস্থিতি বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
এদিকে, ভারতকে মিথ্যা দোষারোপের নোংরা খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, পাকিস্তান জড়িত থাকলে বিশ্ববাসীর সামনে প্রমাণ উপস্থাপন করুক দিল্লি।
চরম কূটনৈতিক টানাপোড়েনের জেরে পাকিস্তানের আকাশসীমায় ঢোকার সুযোগ বন্ধ হওয়ায় শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলো। যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের আভাস দিয়ে বিমানবন্দরে যাওয়ার আগে খোঁজ নেয়ার অনুরোধ জানিয়ে নোটিশ দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোসহ অন্যান্য বিমান পরিবহন সংস্থা।
বিভি/এসজি
মন্তব্য করুন: