জম্মু ও কাশ্মীরে হামলা: সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় প্রশাসন

ছবি: সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুই ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই দুই ব্যক্তি হলেন আদিল হুসেইন থোকার ও আসিফ শেখ।
প্রতিবেদনে দাবি করা হয়, আদিল হুসেইন থোকার ২০১৮ সালে পাকিস্তানে গিয়ে সন্ত্রাসী কার্যক্রমের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তিনি গোপনে ভারতে ফিরে আসেন ও সন্ত্রাসীদের জন্য লজিস্টিক সমন্বয়কারী ও গাইড হিসেবে কাজ শুরু করেন। সন্দেহ করা হচ্ছে, পেহেলগামে পর্যটকদের উপর হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত ছিলেন।
অন্যদিকে, আসিফ শেখের ভূমিকা এখনো তদন্তাধীন রয়েছে। যদিও এখনও তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলেনি, তবুও ভারতীয় প্রশাসন ইতোমধ্যেই তাদের বাড়িঘর ভেঙে ফেলেছে।
এদিকে, ২২ এপ্রিলের হামলাকারীদের সন্ধানে ইতোমধ্যেই ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন।
বিভি/আইজে
মন্তব্য করুন: