কাশ্মীরে হামলা: মোদিকে পূর্ণ সমর্থন দিবেন রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় মোদি সরকারের যেকোনো পদক্ষেপকে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে মোদিকে সমর্থন দেওয়ার কথা জানালেন প্রধান বিরোধী নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
এই ঘটনার পর (২৪ এপ্রিল) নয়াদিল্লিতে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে কেন্দ্রীয় সরকার। সেখানে রাহুল গান্ধী বলেন, দেশের সমস্ত রাজনৈতিক দল এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে একত্রিত হয়েছে। সরকারের যেকোনো পদক্ষেপে বিরোধী দলগুলো পুরোপুরি সহমত প্রকাশ করে।
এদিকে, ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির সাথে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের উপর নির্বিচারে হামলা চালায় বন্দুকধারীরা। তারা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে অন্তত ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে।
বিভি/আইজে
মন্তব্য করুন: