ইসরাইলি থাবায় ছিন্নভিন্ন আরও ৬১ ফিলিস্তিনির শরীর

ছবি: আল জাজিরা
গাজায় আরও ৬১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১২ সদস্য। আহত হয়েছে আরও একশো বাহান্ন জন।
আক্রমণে আহত হওয়া ১৫২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরেও গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলা চলছে। হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
অধিকৃত পশ্চিম তীরের সালফিটের উত্তরে অবস্থিত কিফল হারিস শহরে তান্ডব চালিয়েছে দখলদার বাহিনী। ইসরাইলি বাহিনী শহরে প্রবেশ করে বাসিন্দাদের চলাচলে বাধা দেয়। ইসলামিক মাজারগুলিতে তালমুদের আচার-অনুষ্ঠান পালনের জন্য বসতি স্থাপনকারীদের বিশাল দল শহরে প্রবেশ করে। সূত্র: আল জাজিরা
বিভি/এমআর
মন্তব্য করুন: