• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হামলা অব্যাহত রেখেছে ইসরাইল, গাজায় আরও ৮৪ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৯:২৬, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
হামলা অব্যাহত রেখেছে ইসরাইল, গাজায় আরও ৮৪ জনের প্রাণহানি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৪১৬ জনে।  

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও, ইসরাইলি বাহিনী ১৮ মার্চ গাজায় আকস্মিক বিমান অভিযান চালায়। এতে ২ হাজার ৬২ জন নিহত ও ৫ হাজার ৩৭৫ জন আহত হন।

এদিকে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: