• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

প্রকাশিত: ১২:২০, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৩২, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি ঘটেছে। হামলার পর ভারত পাকিস্তানের সাথে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। ভারতের এমন সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিজেপি নেতারা পাকিস্তানকে একবিন্দু পানিও না দেওয়ার হুমকি দেওয়ার পর পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, যদি ভারত সিন্ধু চুক্তি বাতিল করে, তবে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু নদীতে পানি না বইলে ভারতীয়দের রক্ত বইবে।

বিলাওয়াল আরও বলেন, ভারত সিন্ধু নদী নিয়ে যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারী পাকিস্তান। মোদি যতই দাবি করুন না কেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারী পাকিস্তানিরাই।

বিলাওয়ালের মতে, পাকিস্তানের মানুষ, এমনকি আন্তর্জাতিক সমাজও ভারতের এই পানিবান্ধব নীতিকে মেনে নেবে না। 

বিভি/আইজে

মন্তব্য করুন: