আগ্রায় মুসলিম যুবক খুন, ভাইরাল ভিডিওতে হুমকি: ২৬০০ জন না মারলে ভারত মাতার সন্তান নই

ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে মোহাম্মদ গুলফাম নামে ২৫ বছর বয়সী এক মুসলিম যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ এপ্রিল রাতে। গুলফাম স্থানীয় একটি বিরিয়ানি হোটেলের মালিক ছিলেন। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ৩জন মোটরসাইকেল আরোহী এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এই হামলায় গুলফামের চাচাতো ভাই সাইফ আলীও আহত হন।
ঘটনাটি প্রকাশ্যে আসে তখন, যখন দুই ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজেদেরকে স্বঘোষিত গৌ-রক্ষক (গরু রক্ষাকারী) দল দাবি করে আগ্রায় দুই মুসলিম পুরুষকে গুলি করার কথা জানান। তারা বলেন, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার প্রতিশোধ নিতেই তারা এই গুলি চালিয়েছেন। ভিডিওতে তাদেরকে অস্ত্র হাতে দেখা যায়। তারা বলেন, ‘২৬ জনের বদলে ২৬০০ জন না মারলে তারা ভারত মাতার সন্তান নন। জয় শ্রী রাম, জয় হিন্দু রাষ্ট্র।’
এই দাবির পর আগ্রা পুলিশ বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। পুলিশের দাবি, গৌ-রক্ষক দল নামে কোনো সংগঠন আগ্রায় সক্রিয় নেই ও ভিডিওতে দেওয়া বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। মিথ্যা তথ্য ছড়ানোর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একইসাথে, সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার ব্যাপারে সবাইকে সতর্ক করেছে পুলিশ।
বিভি/আইজে
মন্তব্য করুন: