ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৮০

ছবি: আল জাজিরা
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে এক বিশাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৮০ জন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার কার্যক্রম চলছে। শনিবার (২৬ এপ্রিল) ইরানের রাজধানী তেহরান থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের বন্দর আব্বাস শহরের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণটি ঘটে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, রাজাঈ বন্দরের কনটেইনার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
পারমাণবিক ইস্যু নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় আলোচনায় বসার আগেই এই বিস্ফোরণটি ঘটলো। প্রথমে শহীদ রাজাই বন্দর ঘাটে মজুত থাকা বেশ কয়েকটি কন্টেইনারে আগুন লাগে। এরপর আস্তে আস্তে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।
এ বিস্ফোরণে এলাকাটির ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। ঘটনাস্থলসহ আশেপাশের এলাকাতে জারি করা হয়েছে নিরাপত্তা সতর্কতা।
বিভি/এমআর
মন্তব্য করুন: