• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাহিত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস

প্রকাশিত: ২০:০৪, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:০৫, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাহিত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস

ছবি: পোপ ফ্রান্সিস

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায়। শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এদিন (২৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টায় ইতালির ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে ভ্যাটিকান সিটিতে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধাভরে স্মরণ করেন পোপ ফ্রান্সিসকে।

ড. ইউনূস ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। অন্য বিশ্বনেতাদের মধ্যে ফ্রান্সিসের জন্মভূমি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে।

পোপের কফিন বন্ধ করার আগে সাদা রেশমের কাপড়ে পোপের মুখ ঢেকে দেওয়া হয়। পবিত্র পানি দেওয়া হয় শরীরে। কফিনের ভেতরে দেওয়া হয় পোপের দায়িত্বকালে তার জন্য তৈরি বিভিন্ন মুদ্রা ও স্মারক। এ ছাড়া তার ১২ বছরের দায়িত্বকালের বিভিন্ন অর্জনের কথাযুক্ত একটি দলিলও কফিনে রাখা হয়।

উল্লেখ্য, ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ। যিনি পোপ নির্বাচিত হন, তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান এবং পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা সব ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে বিবেচিত হন। 


 

বিভি এ/আই

মন্তব্য করুন: