• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইরানের বন্দরে বিস্ফোরণ: নিহত ৪, আহত পাঁচ শতাধিক

প্রকাশিত: ২১:১২, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:১২, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ইরানের বন্দরে বিস্ফোরণ: নিহত ৪, আহত পাঁচ শতাধিক

ছবি: আল জাজিরা

ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রাজী বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আহতের সংখ্যা পাঁচশো ১৬ জন ছাড়িয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার (২৬ এপ্রিল) ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে দেশটির সবচে বড় বাণিজ্যিক বন্দরে এ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এতোটাই তীব্র ছিলো যে এতে, বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং অনেক যানবাহন ভেঙে চুরমার হয়ে গেছে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দরে থাকা রাসায়নিক পদার্থের কন্টেইনার বিস্ফোরণেই এই ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। বন্দরে থাকা দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলার ইঙ্গিত দিয়েছে ইরানের কর্তৃপক্ষ। পারমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় আলোচনায় বসার আগেই এই বিস্ফোরণটি ঘটলো। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: