সাপকে কতদিন পানি খাওয়াব মন্তব্য করে বাংলাদেশে পানির প্রবাহ বন্ধের আহ্বান বিজেপি এমপির

ছবি: সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সাথে বহুদিনের সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানালেন ভারতের বিজেপির এক এমপি নিশিকান্ত দুবে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিজেপি এমপি নিশিকান্ত দুবে ১৯৯৬ সালে ভারতের তৎকালীন কংগ্রেস সরকারের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তিকে ‘একটি বড় ভুল’ বলে অভিহিত করেছেন। তার ভাষায়, যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে আর কতদিন পানি ভাগ করে নেওয়া হবে? এসময় তিনি বলেন, আর কতদিন সাপকে পানি খাওয়াব? এখন সময় এসেছে তাদের ধ্বংস করার।
নিশিকান্ত দুবে দাবি করেন, কেবল তিনিই নন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বহুবার বলেছেন, বাংলাদেশের সাথে পানি ভাগ করে নেওয়া উচিত নয়। একইভাবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা পানি বণ্টন চুক্তির বিরোধিতা করে এসেছেন।
এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, পেহেলগামে হামলার পর যেভাবে মোদি কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাতে গোটা দেশের মানুষের আস্থা আরও মজবুত হয়েছে। ১৪০ কোটির ভারতবাসী মোদির পাশে আছে। আন্তর্জাতিক মহলও তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে দেখছে।
বিভি/আইজে
মন্তব্য করুন: