• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কানাডায় উৎসবের ভিড়ে গাড়িচাপা, নিহত ৯

প্রকাশিত: ১৯:৪৮, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কানাডায় উৎসবের ভিড়ে গাড়িচাপা, নিহত ৯

ছবি: সিএনএন

কানাডার ভ্যাঙ্কুভার শহরে উৎসবের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিয়ে অন্তত ৯ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গাড়িচালককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত আটটার দিকে এক স্ট্রিট ফেস্টিভালে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বার্ষিক লাপু লাপু উৎসবের মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরপর যখন মানুষ রাস্তার পাশে খাবার ও সাংস্কৃতিক প্রদর্শনী উপভোগ করছিলেন, তখন একটি গাড়ি দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। বহু মানুষকে চাপা দেয় গাড়িটি। মুহূর্তেই উৎসব পরিণত হয় আতঙ্কে। ঘটনার পরপরই ৩০ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। কী উদ্দেশ্যে এই হামলা- তা জানায়নি পুলিশ। 

তবে এটি কোন সন্ত্রাসী হামলা নয় বলে দাবি করেছে কানাডা পুলিশ। হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রিমিয়ার ডেভিড এবি ও ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উৎসবটি ছিলো ফিলিপিনো ঐতিহাসিক বীর দাতু লাপু-লাপুর স্মরণে আয়োজিত বার্ষিক উৎসব। 

লাপু-লাপু ১৫২১ সালে মাকতান যুদ্ধে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানকে পরাজিত করেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ২০২৩ সালে ২৭ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে লাপু-লাপু ডে হিসেবে স্বীকৃতি দেয়।

বিভি/এমআর

মন্তব্য করুন: